আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। গত পর্বে
আমরা ব্লাঙ্ক থিম নিয়ে কথা বলেছিলাম। সেই ব্লাঙ্ক থিমটির জন্য আমাদের
অনেক কাজ এগিয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে এইচটিএমএল
টেম্পলেটটি রয়েছে তা নিয়ে আমাদের ব্লাঙ্ক থিমে বসানো। এই টিউটোরিয়ালটিতে
আমরা style.css, header.php ও footer.php ফাইল নিয়ে কাজ করেছি।
আমাদের এইচটিএমএল টেম্পলেটটির কমন কিছু
অংশ রয়েছে, সেই কমন অংশটুকুই আমরা style.css, header.php ও footer.php
ফাইলে যুক্ত করেছি। যার ফলে আমাদের থিমের প্রতিটি পেইজের ডিজাইন, হেডার ও
ফুটার অংশটুকু একই রকম থাকবে। এমনকি পরবর্তীতে আমরা যখন আমাদের
ওয়ার্ডপ্রেসের ডেসবোর্ড থেকে কোনো নতুন পেইজ তৈরি করবো, তখনও আমাদের
পেইজের ডিজাইন একই থাকবে।
0 মন্তব্যসমূহ