হাত ধোয়া
আমরা সুস্থ্য থাকতে চাই। আর সুস্থ্যতার জন্য হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হাত ধোয়া। সুতরাং কম-বেশি এ সম্পর্কে আমাদের সবারই জেনে থাকা প্রয়োজন।
কি?
আমরা আমাদের হাতের নখ থেকে শুরু করে হাতের কব্জি বা কনুই পর্যন্ত পানি দিয়ে ধৌত করাকে হাত ধোয়া বলে থাকি। আমরা অনেক সময় পানি না পেলে অনেক ফলের রস দ্বারা ধৌত করি বা অন্যান্য কাগজ বা টিস্যু দ্বারা হাত মুছে থাকি তাকে কিন্তু হাত ধোয়া বলতে পারি না।
কখন কখন হাত ধোয়া প্রয়োজন?
১। ঘুম থেকে উঠার পরে,
২। খাবার আগে ও পরে,
৩। খাবার তৈরি ও পরিবেশনের আগে
৪। শিশুকে খাওয়ানোর আগে ও পরে,
৫। শিশুর শৌচ কার্যের আগে ও পরে,
৬। পায়খানা ব্যবহারের আগে ও পরে।
তাছাড়াও কোন কাজ কর্ম যেমন ঘড়-দোর ঝাড় মুছ করার পর, সাইকেল, মোটর সাইকেল বা যান-বাহনের টায়ার লাগানো, ধৌতকরণ, কৃষি কাজে বা অন্যকোন কাজে বিষ প্রয়োগ বা কীটনাশক বা ক্ষতিকারক পদার্থ প্রয়োগ করার পর যা মানুষের ত্বক সহ যে কোন অঙ্গের জন্য ক্ষতিকর, নারীদের নিত্য দিনের কাজের আগে, বাহির হতে ঘরে ফিরে, রাস্তায় চলাচলের পর, ইত্যাদি।
কেন প্রয়োজন ?
(চলমান লেখা-------)
আমরা সুস্থ্য থাকতে চাই। আর সুস্থ্যতার জন্য হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হাত ধোয়া। সুতরাং কম-বেশি এ সম্পর্কে আমাদের সবারই জেনে থাকা প্রয়োজন।
কি?
আমরা আমাদের হাতের নখ থেকে শুরু করে হাতের কব্জি বা কনুই পর্যন্ত পানি দিয়ে ধৌত করাকে হাত ধোয়া বলে থাকি। আমরা অনেক সময় পানি না পেলে অনেক ফলের রস দ্বারা ধৌত করি বা অন্যান্য কাগজ বা টিস্যু দ্বারা হাত মুছে থাকি তাকে কিন্তু হাত ধোয়া বলতে পারি না।
কখন কখন হাত ধোয়া প্রয়োজন?
১। ঘুম থেকে উঠার পরে,
২। খাবার আগে ও পরে,
৩। খাবার তৈরি ও পরিবেশনের আগে
৪। শিশুকে খাওয়ানোর আগে ও পরে,
৫। শিশুর শৌচ কার্যের আগে ও পরে,
৬। পায়খানা ব্যবহারের আগে ও পরে।
তাছাড়াও কোন কাজ কর্ম যেমন ঘড়-দোর ঝাড় মুছ করার পর, সাইকেল, মোটর সাইকেল বা যান-বাহনের টায়ার লাগানো, ধৌতকরণ, কৃষি কাজে বা অন্যকোন কাজে বিষ প্রয়োগ বা কীটনাশক বা ক্ষতিকারক পদার্থ প্রয়োগ করার পর যা মানুষের ত্বক সহ যে কোন অঙ্গের জন্য ক্ষতিকর, নারীদের নিত্য দিনের কাজের আগে, বাহির হতে ঘরে ফিরে, রাস্তায় চলাচলের পর, ইত্যাদি।
কেন প্রয়োজন ?
(চলমান লেখা-------)
0 মন্তব্যসমূহ